ইসলামপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ
ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুর ইসলামপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলা হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার মো,শামছুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, তৌহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মাইলস্টোনে স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।