মাদারগঞ্জ

মাদারগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়া দেওয়ার সময় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে কুলসুম (৫৫) নামে এক নারী মৃত্যু হয়েছে। একই ঘটনায় ২টি গরু ও ৩টি ছাগলের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দ বাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহত কুলসুম ওই এলাকার জাক্কু মণ্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান- সন্ধ্যার পর জাক্কু মণ্ডল গোয়াল ঘরে মশা তাড়াতে খড় দিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন। কিছুক্ষণ পরই সেই ধোঁয়া থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরে। খবর পেয়ে কুলসুম গরু ও ছাগল বাঁচাতে গোয়াল ঘরে প্রবেশ করেন। এ সময় গরুর পায়ের নিচে পড়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গোয়ালঘরে থাকা ২টি গরু ও ৩টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

Related Articles

Back to top button