সারাদেশ

গারো পাহাড়ে অজগর উদ্ধার

বনে অবমুক্ত করেছে বন বিভাগ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধিঃ
শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী এলাকায় এক‌টি বা‌ড়ি থে‌কে এক‌টি অজগর সাপ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এসময় ধর‌তে যাওয়া রা‌কিব মিয়া (১৪) নামে এক কি‌শোর‌কে সাপ‌টি কাম‌ড়ে দেয়। এতে সে আহত হয়।

আহত রাকিব উপ‌জেলার পোড়াগাঁও গ্রা‌মের সাইদুর ইসলা‌মের ছে‌লে। আহত র‌কিব‌কে বা‌রোমা‌রি মিশন হাসপাতা‌লে ভ‌র্তি রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

খবর পে‌য়ে ১ জুলাই মঙ্গলবার বিকেলে সাপ‌টি‌কে উদ্ধার ক‌রে বন বিভাগ।

বন বিভাগ ও এলাকাবা‌সি জানায়- মঙ্গলবার সকা‌লে পোড়াগাঁও গ্রা‌মের সাইদুর ইসলা‌মের বা‌ড়ি‌তে আমগা‌ছে সাপ‌টি‌কে দেখ‌তে পান বা‌ড়ির লোকজন। এসময় গা‌ছের নি‌চে জাল‌পে‌তে সাপ‌টি‌কে লা‌ঠি দি‌য়ে খো‌চি‌য়ে নি‌চে ফেলা হয়। জাল থে‌কে বস্তা ব‌ন্দি করার সময় সাপ‌টি রা‌কিব‌কে কাম‌ড়ে দেয়। প‌রে দ্রুত চি‌কিৎসা দি‌তে রা‌কিব‌কে বারামা‌রি মিশন হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

১ জুলাই বিকেলে বন বিভা‌গের মধু‌টিলা ইকোপা‌র্কের রে‌ঞ্জের কর্মকর্তারা সাপ‌টি‌কে উদ্ধার ক‌রে। প‌রে বি‌কেল সাড়ে চারটার দি‌কে মধু‌টিলা এলাকার ব‌নে অবমুক্ত করা হ‌য়।

মধু‌টিলা ইকোপা‌র্কের রে‌ঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী ব‌লেন, গা‌রোপাহাড় থে‌কে সাপ‌টি এক‌টি গা‌ছে আশ্রয় নি‌য়ে‌ছিল। প‌রে ধর‌তে গি‌য়ে সাপ‌টি একজ‌নে কাম‌ড়ে দি‌য়ে‌ছে। উদ্ধা‌রের প‌র ব‌নে সাপ‌টি‌কে অবমুক্ত করা হ‌য়ে‌ছে।

Related Articles

Back to top button