বকশীগঞ্জ

বকশীগঞ্জে ট্রাক চাপায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

মতিন রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা জানান- নিহত ওই নারী যদুরচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, ওই নারী দীর্ঘদিন ধরে যদুরচর এলাকায় ঘোরাফেরা করতেন এবং সবাই তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবে চিনতেন। তার বাড়ির পরিচয় কেউ জানাতে পারেননি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button