বিএনপির মিছিলে সড়কে যানজট-ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রদল নেতা
জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল এবং সমাবেশের জন্য উপজেলার নান্দিনা বাজারে দীর্ঘ এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় শত শত গণপরিবহন সড়কে আটকে থাকে। প্রায় দেড় ঘন্টা ধরে যানজটে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন।
তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেছেন- ‘এটা সমাবেশ নাকি ভোগান্তি।’
এসময় তিনি যানজটে আটকে থাকা সারি সারি গণপরিবহনর ছবি পোস্ট করেন।
অমিত হাসান রবিন নিজে যানজটে আটকে থেকে হেঁটে নান্দিনা বাজারে পৌঁছে ফেসবুকে এই পোস্ট করেন বলে জানা যায়।
মঙ্গলবার ( ৫ আগস্ট) সন্ধ্যায় এই পোস্ট করেন তিনি। কিছুক্ষণ পর তার পোস্ট নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি পোস্ট ডিলিট করে দেন।
এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে রবিন সাংবাদিকদের বলেন-‘অসুস্থ মানুষসহ জরুরি কাজে বের হওয়া মানুষজন অপ্রয়োজনীয় যানজটে আটকা পড়েছে। আমি সাধারণ মানুষ হিসেবে আমার মতামত তুলে ধরেছি, দলের বিরুদ্ধে কিছু বলিনি। হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলে মিছিল সমাবেশ করে জনগণের মন জয় করা যাবে না বলে জানান তিনি।’
পোস্ট ডিলিট করার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন।
এসব বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি সাংবাদিকদের বলেন- কোন ভোগান্তি তৈরি করে মিছিল সমাবেশ হয়নি। সবাই সহযোগিতা করেছেন, পোস্টদাতা ছাত্রদল নেতা অন্য গ্রুপের এবং তার দাবি অযৌক্তিক।
জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নান্দিনা পূর্ব বাজার থেকে আনন্দ মিছিল নিয়ে বাদেচান্দি মোড়ে সমাবেশে যোগ দেন। মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।সমাবেশে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।