জামালপুর

জামালপুরে হিফজুল কুরআন ও ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে প্রতিযোগীতা

শফিকুল ইসলাম,জামালপুর: ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার কটারবাড়ী এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় অত্যন্ত ভাব গাম্ভীর্যভাবে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামীক স্কলারসহ জামালপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার দূরদূরান্ত থেকে অর্ধশতাধিক মাদ্রাসার হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গন।

জামালপুর সদর উপজেলার কটারবাড়ী এলাকার দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় যেন উৎসবের আমেজ।

ময়মনসিংহ বিভাগের অর্ধশত স্কলার, জামালপুর ও পাশ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার নানা প্রান্তের মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা।

এখানে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী একাডেমিক বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বিভিন্ন পর্যায়ের অন্তত ষাটটি মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী দশটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা ও মসজিদের বিভিন্ন কক্ষে বাংলা, আরবী, ইংরেজী বক্তব্য, আকীদাহ, দোয়া ও আদব, হিফজুল হাদীস, হিফজুল কোরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ে বিভিন্ন শ্রেণী ভিত্তিক মোট দশটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে প্রতিযোগিতাগুলোতে অংশ নেয় এবং স্কলারগণ বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রথমবারের মত এমন প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থী, স্কলারসহ অন্যান্য সবাই বেশ উচ্ছসিত। শুধু পুরষ্কারের প্রত্যাশা নয় নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে, নিজেকে যাচাই করতে, ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতি চর্চা এবং বিকাশ, পাশাপাশি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সর্বোপরি মুসলিমদের মধ্যে ভ্রাতৃপ্রেম গড়ে তুলতে প্রতি বছর এমন আয়োজন করার অনুরোধ জানান অনুষ্ঠানস্থলে আগত সকলেই।

প্রতিযোগিতা শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও সৌদি আরবে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ ছাত্র সংসদের সভাপতি ড. শেখ সা’দী বিন আব্দুর রশিদ আল-মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর ড. হুসাইন বিন নাফফা আল-জাবিরী (হাফিজাহুল্লাহ)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ সভাপতি শাইখ মোফাজ্জল হোসেন মাদানী, শাইখ মাসউদুল আলম আল উমরী, শাইখ ড. ইব্রাহীম বিন আব্দুল হালীম মাদানী, শাইখ আব্দুল লতীফ মাদানী, শাইখ ড. হারুনুর রশীদ ত্রিশালী মাদানী, শাইখ নূরুল আলম মাদানীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাইখ মো: আব্দুল ওয়াহাব। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও সৌদি আরবে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ ছাত্র সংসদের সভাপতি ড. শেখ সা’দী বিন আব্দুর রশিদ আল-মাদানী জানান-  নতুন প্রজন্মকে কুরআন সুন্নাহ ও ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা প্রতিযোগীতার উদ্দেশ্য। কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সমাজ ও জীবন গঠন এবং শুধু বাংলাদেশ নয় সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ নিয়ে পড়াশোনায় আগ্রহ তৈরিতেই এই আয়োজন। এর ফলে ইসলামী সংস্কৃতি ও ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র।

ইসলামী মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির বিকাশ ও সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মাদ্রাসা শিক্ষার্থীসহ সকলের আগ্রহ তৈরিতে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা উচিত বলে মনে করেন সচেতন ব্যাক্তিরা।

Related Articles

Back to top button