মেলান্দহ

রাজনীতি থেকে অবসর নিলেন কিসমত পাশা

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কিসমত পাশা।

শনিবার (৩০ আগস্ট) সকালে মেলান্দহ বাজারে নিজের বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

কিসমত পাশা বলেন, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতির সঙ্গে থাকতে পারছেন না।

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

রাজনীতির বাইরেও কিসমত পাশা বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে মেলান্দহ মানবাধিকার কমিশনের সভাপতি, রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ, গোরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

Related Articles

Back to top button