জামালপুর

জামালপুরে ১২০ টাকায় ৩২ জনের পুলিশের চাকরি

শাওন মোল্লা,জামালপুর: জামালপুরে শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ৩২ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে রেজাল্ট প্রকাশ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

নিয়োগ প্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন চাকরিতে ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন- এবার জামালপুরের ৩ হাজার ৩২১ জন আবেদন করেন। এর মধ্যে তিন জন নারীসহ ৩২ জন চাকরি পেয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৬ জন। উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

Related Articles

Back to top button