জামালপুর
নদীর পানিতে ভেসে ছিলো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ
জাহাঙ্গীর আলম জামালপুর: জামালপুর সদরের বাঁশচড়াতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভাসমান অবস্থায় আব্দুল মজিদ নামে এক ভাসমান ব্যাক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার বিকেলে নদীর ভাসমান লাশটি উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ ৷
নিহত আব্দুল মজিদ( ৬০) বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারি উত্তরপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের সন্তান।
আব্দুল মজিদ মৃগী রোগ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান- আব্দুল মজিদ মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
আব্দুল মজিদ দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। আকস্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।