দেওয়ানগঞ্জ
মামুনের নিখোঁজে পরিবারে শোকের ছায়া
হৃদয় আহাম্মেদ, জামালপুর: গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে মামুন। এতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের মাঝে। গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে স্বজনেরা।
গতকাল ভোরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরকালিকাপুর গ্রাম থেকে নিখোঁজ হয় মামুন। মামুন সেই গ্রামের সেলিম প্রধান ও গুলেছা বেগমের সন্তান। সে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবারের সদস্যরা জানান, ভোরে সবাই ঘুমিয়ে থাকার সময় মামুন ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পুরো এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নিয়েও পাওয়া যাচ্ছে না মামুনকে।
প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মামুনের মা-বাবা ।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি মামুনের খোঁজ পান তবে অনুগ্রহ করে ০১৯০৬০৫৭৩২১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।