জামালপুরবিনোদন

মির্জা আজমের প্রশংসায় কন্ঠ শিল্পী রাজীব

রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের জন্মদিনে শুভেচ্ছা ও প্রশংসায় ভাসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কন্ঠ শিল্পী রাজীব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে তিনি তার নিজস্ব মিজান মাহমুদ রাজীব নামের ফেইসবুক আইডি থেকে মির্জা আজমের ছবি দিয়ে এই পোস্ট করেছেন।

আওয়ামী লীগ নেতা মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জন্ম গ্রহণ করেন।

পোস্টে কন্ঠ শিল্পী রাজীব লিখেছেন- ‌‌‌‘শুভ জন্মদিন আজম ভাই। আমি আপনার দলের কর্মী নই। আপনার আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। কিন্তু তার পরেও আমার মত বাংলাদেশের অনেক কণ্ঠশিল্পী গত ১৫-১৬ বছর স্বাভাবিক ভাবে আপনার কাছ থেকে কাজের অনুপ্রেরণা পেয়েছে। এই জন্য কৃতজ্ঞতা। রাজনৈতিক ভাবে আপনি ও আপনার দল নানা অভিযোগে অভিযুক্ত হলেও ব্যক্তিগত ভাবে আপনার সাথে আমার কোন শত্রুতা নেই। যেখানেই থাকেন, আল্লাহর কাছে দোয়া করি ভাল থাকেন।’

পরে কমেন্টে কন্ঠ শিল্পী রাজীব লিখেছেন-‌‌‌‘উল্টা পাল্টা কমেন্ট করলেই বিসমিল্লাহ বলে ব্লক মারব। ধন্যবাদ দিয়ে লাভ রিয়েক্ট দিয়েছেন।’

এ পোস্টের কমেন্টে কেএম আবু হাসনাত নামে একজন লিখেছেন- ‘কাজের অনুপ্রেরনা পাওয়ার পরও ৫ই আগস্টের আগে থেকেই আওয়ামীলীগের গুষ্টি উদ্বার করা শুরু করছিস? নিমক হারামী হয়ে গেলো না?’

এ বিষয়ে ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠ শিল্পী মিজান মাহমুদ রাজীব বলেন- ‘পোস্ট টা আমার একান্তই ব্যক্তিগত। এটা রাজনৈতিক নয় বলে জানিয়েছেন তিনি।’

কন্ঠশিল্পী মিজান মাহমুদ রাজীব ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত অঙ্গনে পরিচিতি লাভ করেন। তিনি সেই আসরে প্রথম রানার্স আপ হয়েছিলেন।

Related Articles

Back to top button