জামালপুরবিনোদন

অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী আর নেই

জাহাঙ্গীর আলম, জামালপুর: অভিনেত্রী শাওনের মা এবং  জামালপুর-৫ (সংরক্ষিত নারী আসন) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য তহুরা আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন- তহুরা আলী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে বেশি অসুস্থ হলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তহুরা আলী জামালপুর অঞ্চলের নারী রাজনীতিতে অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন শিক্ষা, নারী অধিকার ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (ফেনী) হিসেবে দায়িত্বে ছিলেন।

ফেনী জেলায় জন্মগ্রহন করা তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি। তার স্বামী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর (০৫) সদর- আসন থেকে এমপি পদে একাধিকবার  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং তার মেয়ে মেহের আফরোজ শাওন নন্দিত কথা সাহিত্যিক  হুমায়ুন আহাম্মেদের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী।

সামাজিকমাধ্যমে শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’

তিনি জানান, বেগম তাহুরা আলীর প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button