বকশীগঞ্জ

সুমাইয়া’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর (নতুন) গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুমাইয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশের মেয়ে। তার বাবা-মা দুজনেই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এই কারণে সুমাইয়া দীর্ঘদিন ধরে নানী–বাড়িতে থাকতেন।

সুমাইয়ার স্বজনেরা জানান- ঘটনার দিন দুপুরে সুমাইয়ার নানী পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহু ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে উঁকি দেন। এ সময় সুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে কাপড়ের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন-“আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাটির পেছনের কারণ জানতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াধীন রয়েছে।”

Related Articles

Back to top button