মাদারগঞ্জ

৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

এম আর সাইফুল,মাদারগঞ্জ: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে খরকা হলরুমে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, সাধারণ সম্পাদক মোস্তাক খান, চর মদনগোপাল রায়েরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।

Related Articles

Back to top button