ইসলামপুর

বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বিতর্কে আ.লীগ নেতা, দালাল বললো ছাত্রলীগ

সাকিব আল হাসান নাহিদ: জামালপুরে বিএনপির পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর অভিনন্দন জানিয়ে খুদ নিজের অঙ্গ সংগঠনের সমালোচনায় পড়েছেন এক আওয়ামীলীগ নেতা।

রবিবার (৩ নভেম্বর) রাতে বিএনপি ঘোষিত প্রার্থীদের নিয়ে করা এক ফেসবুক পোস্টের নিচে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন ওই আওয়ামী লীগ।

তার নাম মাকসুদুর রহমান আনসারী। তিনি জেলার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান ।

জামালপুরের পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নিয়ে করা পোস্টে ওই আওয়ামীলীগ নেতা লিখেন- জামালপুর ১, ২, ৩, ৪, ৫ আসনের সবাইকে অভিনন্দন (“Jamal. Put. 1.2.3.4.5.asoner.sbake.Obinandan)।”

তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে আসে। তবে মন্তব্যটি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তার ওই পোস্টে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর ওই আ.লীগ নেতাকে দালাল আখ্যা দিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করে লিখেন “মাকসুদুর রহমান আনসারী লাভ নেই! আওয়ামী লীগের কোনো পোস্টে আপনাকে দেখা যায় না, কিন্তু বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানাতে দেরি করলেন না। বিএনপি নেতারা এখন বুঝে ফেলেছে আপনি আসলে আওয়ামী লীগের দালাল।”

তাঁর এই মন্তব্যে আরও কয়েকজন ছাত্রলীগ নেতা যুক্ত হয়ে মাকসুদুর রহমান আনসারীর সমালোচনায় অংশ নেন।
ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম জাহিদ লিখেছেন, “সুবিধাবাদী মানুষ! এমন লোকদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে।”

আরেক ফেসবুক ব্যবহারকারী সাব্বির হোসেন লেখেন- “মাকসুদুর রহমান আনসারী চাচা আগের সম্পর্কটা নষ্ট করতে পারেন নাই। একটু পরে বলবেন, আইডি হ্যাক হয়েছে! আমরা কিন্তু বুঝে গেছি, কমেন্ট আপনি-ই করেছেন ।”

ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়া এই মন্তব্য নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। কেউ বলছেন, রাজনৈতিক সৌজন্য দেখানো কোনো অপরাধ নয়, আবার কেউ মনে করছেন, এমন সময়ে এমন মন্তব্য নেতার অবস্থান ও দলীয় আনুগত্যকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে মাকসুদুর রহমান আনসারীর মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি কেবল রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকেই অভিনন্দন জানিয়েছেন, এতে কোনো দলীয় উদ্দেশ্য বা কৌশল ছিল না।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে জামালপুরের পাঁচ সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

Related Articles

Back to top button