ইসলামপুর
		
	
	
সুমাইয়া হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুর ইসলামপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মোশারফগঞ্জ বাজার এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এসময় নিহত সুমাইয়ার স্বজন, স্কুলের সহপাঠী সহ এলাকাবাসীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা বলেন- দুইমাস আগে দেওয়ানগঞ্জের উৎমারচর এলাকায় শশুরবাড়িতে সুমাইয়াকে হত্যা করে তার স্বামী সুমন। সুমন সহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
				
					



