জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩৩ জন নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তদন্তে উঠে এসেছে উড্ডয়ন জনিত ত্রুটির কারণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রশিক্ষণ পরিচালনা করার সুপারিশ করা হয়।

এছাড়া বিমানবাহিনীর বিমানের স্বল্পতা, টেক অফ ও ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বিমানবন্দরের আশপাশের স্থাপনা এবং বিমানবন্দরের আশেপাশে আগুন নিয়ন্ত্রণসহ ৩৩টি সুপারিশ এসেছে। সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব।

এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে জুলাই দুপুরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

Related Articles

Back to top button