রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিল কৃষি বিভাগ

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার ০৫ নভেম্বর দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী এবং এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে গম, ভুট্টা, সরিষা ও মসুরসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান।

কৃষক কালাম উপকরণ পেয়ে জানান- এ ধরনের সহযোগিতা কৃষকের জন্য বড় সহায়তা। আমরা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে কাজে নামতে পারবো।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন- কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হচ্ছে যাতে তারা উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে পারেন। সরকার কৃষি বান্ধব, কৃষকের উন্নয়নেই আমরা মাঠে কাজ করছি।

Related Articles

Back to top button