ইসলামপুর

নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর)  দুপুরে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের দশআনি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দশআনি নদীর হরিনধরা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিক ইসলাম জানান- মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির গলায় বস্তা বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে হত্যা করে কেউ মরদেহ নদীতে ডুবিয়ে দিয়েছিলো।

ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি।

Related Articles

Back to top button