ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে পায়ে ব্যথার কথা বলে ঘুমের বড়ি খাইয়ে ১৩ বছর বয়সী এক ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালুর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত খালু রহমানকে (৪৫) গ্রেফতার করেছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে বকশীগঞ্জের বগারচর আলুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মা অভিযোগে উল্লেখ করেন- তাঁর দুই মেয়ে নানার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন রাত আনুমানিক ৯:৩০ টায় এক মেয়ে পায়ে ব্যথার কথা জানালে খালু রহমান কৌশলে তাকে দুটি ঘুমের বড়ি এবং তার জমজ বোনকে একটি ঘুমের বড়ি সেবন করান।
রাত ১০টার দিকে মেয়েরা ঘুমিয়ে পড়লে রহমান ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় ২নং আসামি (খালা) দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন।
সকালে ঘুম থেকে উঠে মেয়েটি তার পোশাকে ও লেপে আলামত দেখতে পেয়ে মাকে ফোন করে ঘটনাটি জানায়। এরপর মা থানায় এসে খালু ও খালাকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত রহমানকে গ্রেফতা’র করা হয়েছে। ভিকটিমকে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।




