জামালপুর

জামালপুরে শুরু হলো নাইট ক্রিকেট টুর্নামেন্ট

শাওন মোল্লা,জামালপুর: জামালপুর শহরের বাগেরহাটা পৌর ঈদগাহ মাঠে স্থানীয় যুবসমাজের আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। জেলার বিভিন্ন স্থানের মোট ৩২টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শুক্রবার (২১ নভেম্বর ) রাতে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার পর্দা উঠে।

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিটি দলের অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। প্রতিটি ম্যাচ ৮ ওভারে অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় অংশ নিতে পারবেন এবং কোনো খেলোয়াড় অন্য দলে খেলতে পারবেন না।

নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাত ঘুরিয়ে বোলিং করার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

চ্যাম্পিয়ন দলের জন্য  ফ্রিজ এবং রানার্সআপ দল পাবে একটি এলইডি মনিটর ।

Related Articles

Back to top button