জামালপুর

জামালপুর-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন

হৃদয় আহম্মেদ শাওন, জামালপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার অংশ হিসেবে জামালপুর-৫ সদর আসনে গণঅধিকার পরিষদ জাকির হোসেনকে মনোনীত করেছে দলটি।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র থেকে জানা গেছে- সাংগঠনিক মূল্যায়ন, এলাকা ভিত্তিক জরিপ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনায় তাকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর এলাকার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন- দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে অধিকাংশই তরুণ ও নতুন নেতৃত্ব। তারা মনে করেন, জাকির হোসেনের মনোনয়ন জামালপুর-৫ আসনে নির্বাচনী মাঠে নতুন প্রতিযোগিতা তৈরি করবে।

Related Articles

Back to top button