ইসলামপুর

ইসলামপুর হানাদার মুক্ত দিবস পালনে নেই তেমন কোনো কর্মসূচি

ফিরোজ শাহ, ইসলামপুর: ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবের মাস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকহানাদার মুক্ত হয়েছে ইসলামপুরের মাটি ।  ১৯৭১ সালের এদিন হাজার মুক্তিকামী ছাত্র জনতা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার প্রয়াত শাহ মোহাম্মদ জালাল উদ্দিন স্বাধীনতার প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন। এই দিনটি ইসলামপুরবাসীর জন্য অত্যান্ত গৌরবের। এই দিনটি ঘিরে নানান কর্মসূচি পালনের কথা থাকলেও উপজেলা প্রশাসন কোন কর্মসূচি গ্রহণ করেনি।

এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন জানান- ১৯৭১ সালে ৭ ডিসেম্বর ইসলামপুর হানাদার মুক্ত হয়েছিল। বিগত বছরগুলোতে এই দিনটি সকাল থেকে দিনব্যাপী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও। এবছর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও এখনো কোন কর্মসূচি চোখে পড়ছে না।

বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন- হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে আমাদের অবগত করা হয়নি, নিজেরা যে কোন কর্মসূচি পালন করবো এমন সাহসও পাচ্ছি না।

বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম, জহিরউদ্দিন চৌধুরী (ফুলু) জানান, কি কারণে ৭ ডিসেম্বর ইসলামপুর হানাদার দিবসের কর্মসূচি নেই এবিষয়ে আপনাদের পরে জানানো হবে। তবে নিজেদের ভিতরে মতের গড়মিল রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির ব্যপারে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন তড়িঘড়ি করে দুপুর ২ টা ১৪ মিনিটে একটি র‍্যালি বের করেন এবং গণমাধ্যম কর্মীদের র‍্যালিতে অংশ নিতে বলেন।

Related Articles

Back to top button