ডা. আবেদ আলীর ৫ম মৃত্যুবার্ষিকী, এক আলোকিত জীবনের স্মরণে ইসলামপুরবাসী
ফিরোজ শাহ, ইসলামপুর: স্বাধীনতা-পরবর্তী সময়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী শেরপুর জেলার পশ্চিমাঞ্চলে চিকিৎসাসেবা, সমাজসংস্কার ও নেতৃত্বে যাঁর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে-সেই ক্ষণজন্মা ব্যক্তিত্ব ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবেদ আলী সাহেবের আজ ৫ম মৃত্যুবার্ষিকী।
১৯২৭ সালের ১০ মে জন্ম গ্রহণকারী এই মানবদরদী চিকিৎসক ২০২০ সালের ১৫ ডিসেম্বর ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘ জীবনে তিনি শুধু একজন চিকিৎসকই নন, ছিলেন শিক্ষানুরাগী, সমাজ সংগঠক ও জনপ্রতিনিধি। ১১নং চরপুটিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সৎ ও সফল নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন।
ডা. আবেদ আলী সাহেব শেরপুর ভিক্টোরিয়া একাডেমি থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে ১৯৫২ সালে আইএসসি এবং ১৯৫৮ সালে ময়মনসিংহ নাসিরাবাদ মেডিকেল ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সঙ্গে এলএমসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল থেকে চিকিৎসক হিসেবে নিবন্ধন লাভ করেন যা তৎকালীন মেডিকেল ইনস্টিটিউট ডিগ্রিধারীদের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত।
ছাত্র জীবনেই তিনি নেতৃত্বের স্বাক্ষর রাখেন। আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক (১৯৫২–৫৩) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নাসিরাবাদ মেডিকেল ইনস্টিটিউট ছাত্র সংসদের পরপর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখেন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি জামালপুর জেলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক হিসেবে এবং ডা. আবেদ আলী স্মৃতি সাতগ্রাম ঈদগাহ মাঠের সভাপতি হিসেবে ১৯৭৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষা বিস্তারে তাঁর অবদানও অনস্বীকার্য। কড়ইতলা দাখিল মাদ্রাসা ও পেচার চর এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক (১৯৫৩–৫৪) হিসেবে তিনি আলোকিত সমাজ গঠনে কাজ করেছেন।
ব্যক্তিজীবনে তিনি সাত সন্তানের জনক। তাঁর জ্যেষ্ঠ পুত্র ড. শহীদ মোতাহার হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, মেজো পুত্র ড. শহীদ আতাহার হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এবং কনিষ্ঠ পুত্র ড. মুহম্মদ শহীদ মোজাহার হোসেন মিন্টু ঢাকা জজকোর্টের একজন আইনজীবী।
ডা. আবেদ আলী সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আবেদ-সুফিয়া পরিবারবর্গ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আজও তিনি বেঁচে আছেন তাঁর কর্মে, আদর্শে ও মানুষের হৃদয়ে।




