জামালপুর

‘ইসলামকে ব্যবহার করে ভোট নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে’-ওয়ারেছ আলী মামুন

শাওন মোল্লা, জামালপুর: মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বকুলতলা গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-‘আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আবেগ ও সেন্টিমেন্টকে ব্যবহার করার জন্য ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসলাম মুসলমানদের প্রাণের সম্পদ—ইসলাম কোনো দলের সম্পদ নয়।’

তিনি আরও বলেন-‘আমরা দেখলাম গতকাল একজন আলেম বলেছেন ইসলাম মুসলমানদের প্রানের সম্পদ ইসলাম কোন দলের সম্পদ না । যারা বলেছে জামাত ইসলাম ইসলামের দল( আমি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি) জামায়াত ইসলাম ইসলামের দল না জামায়াত ইসলাম হলো দালালের দল । ইসলামকে ব্যবহার করে মুসলমানদের ভোট নেওয়ার চেষ্টা চলছে-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মামুন আরো বলেন-‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামকে ব্যবহার করে ভোট নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। অথচ গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন, মামলা-রায়ের বিরুদ্ধে সংগ্রাম কিংবা শেখ হাসিনার পতনের আন্দোলনে জামালপুর জেলায় জামায়াতে ইসলামের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। বরং তারা আওয়ামী লীগের দোষর শক্তি হিসেবে কাজ করার চেষ্টা করেছে।’

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

Related Articles

Back to top button