বিজয় দিবসের ডিসপ্লেতে ভিনদেশি ডিজে গান, বন্ধ করে দিল প্রশাসন

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লেতে ভিনদেশি ডিজে গান বাজিয়ে পারফর্ম করার ঘটনায় শিক্ষার্থীদের ওই পরিবেশনা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিনদেশি ডিজে গান বাজিয়ে ডিসপ্লে পরিবেশন শুরু করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে আসে।
ডিসপ্লে শুরু হওয়ার প্রায় ৪৭ সেকেন্ড পর উপস্থাপনার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার (একাডেমিক সুপারভাইজার) আশরাফুল আলম গানটি বন্ধ করে দেন এবং সংশ্লিষ্ট ডিসপ্লে স্থগিত করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই মহান বিজয় দিবসের মতো জাতীয় ও ঐতিহাসিক অনুষ্ঠানে ভিনদেশি সংগীত ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম বলেন, জাতীয় দিবসের কর্মসূচিতে দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশনা প্রত্যাশিত। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করা হয়েছে।
মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বলেন, শিক্ষার্থীদের চলমান পরীক্ষা থাকায় ডিসপ্লের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ হয়নি। হঠাৎ করেই শিক্ষার্থীরা পরিবেশনায় অংশ নেয়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে ঘটনা শুনতেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, মহান বিজয় দিবসের মতো জাতীয় দিবসে আয়োজিত সব কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনা, দেশীয় সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। তাদের আগে থেকেই বলা দেওয়া ছিল। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।




