মেলান্দহ

কলা বাগানে মিললো নারীর নগ্ন মরদেহ

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় কলাবাগান থেকে এক মানসিক ভারসাম্যহীন নারীর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার  ডেফলা ব্রিজের কাছে একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী বেবি আক্তার (৫৫) কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকার বাসিন্দা । তিনি দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে৷

স্থানীয়রা জানান-বিকেলের দিকে ব্রিজ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামলে মরদেহটি দেখতে পান। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি নগ্ন অবস্থায় ছিল।

এ বিষয়ে মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন- এর আগে বেবী আক্তারকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ছিলো। সেই মামলার একজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। মরদেহের গলায় কালচে দাগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-তাকে হত্যা করা হতে পারে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button