জামালপুর

জামালপুরে ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে বিশেষ দোয়া

শাওন মোল্লা, জামালপুর: জামালপুর শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আয়োজিত বিশেষ দোয়ায় ওসমান হাদির আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

Related Articles

Back to top button