জামালপুর

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সম্মেলন

স্টাফ রিপোর্টার: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আইএবি জামালপুর জেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে জেলা সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন রুহানির সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমাদ, জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি কাজি মাজহারুল আনোয়ার, সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী, সহকারী সেক্রেটারি মো. হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ময়নাল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ূন কবির ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ছাত্র সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের এক পর্যায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নুর জামালপুর জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি পদে আল আমিন রুহানি, সহ সভাপতি পদে এম সালিম আনসারী ও সাধারণ সম্পাদক পদে কে এম আবু সাঈদ এর নাম ঘোষনা করা হয়।

নবগঠিত কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button