স্ট্যান্ড না থাকায় রাষ্ট্রীয় শোকেও উড়ল না পতাকা
এম আর সাইফুল, মাদারগঞ্জ: রাষ্ট্রীয় শোক দিবস পালনের সরকারি নির্দেশনা থাকলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এর কারন হিসেবে স্ট্যান্ড না থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার প্রায় সব সরকারি ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার বলেন-‘আমাদের উপজেলা কার্যালয়ে কোনো পতাকা স্ট্যান্ড নেই। সে কারণেই পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি, গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন- ‘পতাকা স্ট্যান্ড না থাকায় পতাকা উত্তোলন করতে পারেনি। শীঘ্রই স্ট্যান্ডের ব্যবস্থা করা হবে।’




