মেলান্দহ

মেলান্দহে গ্রীন বায়ো টেকনোলজির ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে যুবসমাজকে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া গ্রীন বায়ো টেকনোলজি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের কাছে মাঠে অনুষ্ঠিত খেলাটি দেখতে ভীড় জমায় দর্শকরা। পরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়।

নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কিসমত পাশা’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, বায়োজিন কসমেসিউটিক্যালসের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ জাহিদুল হক জুয়েল।

গ্রীন বায়ো টেকনোলজি ও বায়োজিন কসমেসিউটিক্যালসের সৌজন্যে আয়োজিত এ ফুটবল ফাইনালে কামদেববাড়ী শাহালম ফুটবল একাদশ ২-১ গোলে সর্দারবাড়ী যুবসমাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে  নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশার সভাপতিত্বে বায়োজিন কসমেসিউটিক্যালসের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ জাহিদুল হক জুয়েলসহ আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে ফ্রিজ, রানার্সআপ দলের জন্য প্রদান করা হয় এলইডি টেলিভিশন প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন-‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, জুয়া এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। এমন আয়োজন যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের লক্ষ্য ক্রীড়া ও শিক্ষার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা ‘

প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল হক জুয়েল বলেন-‘খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়, এটি যুবসমাজের মানসিক ও শারীরিক বিকাশের মাধ্যম। আমরা চাই প্রতিটি শিশুই সুস্থ ও সৃজনশীলভাবে বেড়ে উঠুক। মাদক, জুয়া ও অনলাইন আসক্তি প্রতিরোধে এই ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর। ভবিষ্যতেও গ্রীন বায়োটেকনোলজি ও বায়োজিন কসমেসিউটিক্যালসের সহযোগিতায় আমরা এ ধরনের খেলা আয়োজন অব্যাহত রাখবো, যাতে ক্রীড়া ও সমাজসেবার মেলবন্ধন সম্ভব হয়।

বিজয়ী দলের ক্যাপ্টেন শাহিন মিয়া বলেন, আমাদের জন্য এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। আমরা কৃতজ্ঞ আয়োজক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি।

মেলান্দহ উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে নকআউট সিস্টেমে ১২ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়।

Related Articles

Back to top button