সারাদেশ

হাজী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় সদরের কুমরী কাটাজান এলাকায় ২৫০ শতাধিক অসহায় নারী পুরুষ ও এতিম বাচ্চাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আকন্দের সঞ্চালয়নায় বক্তব্য রাখেন হাজী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন অপু।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক প্রফেসর নুরুল হুদা, সাওার মিয়া, শাহজামালসহ আরো অনেকই।

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন- সামাজিক নানা অনুষ্ঠান আয়োজন করে থাকি। এরই অংশ হিসেবে ২৫০শতাধিক মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

Related Articles

Back to top button