মেলান্দহ

আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শনে ইউএনও-এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে উপজেলায় এক আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যৌতি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সে ভিডিওটি প্রকাশ করেন।

প্রকাশিত সে ভিডিওতে দেখা যায়- শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে ইউএনও জিন্নাতুল আরা ও এসিল্যান্ড মাহমুদা আক্তার জ্যৌতি সরিষা ক্ষেত ঘুরে দেখছেন এবং ফটোসেশন করছেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিওতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসেনসহ অন্যান্যদের দেখা গেছে ।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতার সঙ্গে মাঠ পরিদর্শনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্কের বিষয় হিসেবে উল্লেখ করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন- আমি এলাকায় পরিদর্শনে গিয়ে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সরিষা ক্ষেতে ছবি তুলছিলাম। সে সময় তিনি (গোলাম মোস্তফা) একজন স্কুলের শিক্ষক হিসেবে আমাদের সঙ্গে ছিলেন এবং ছবি তুলেছেন। তিনি সেখানে আওয়ামী লীগ নেতা হিসেবে উপস্থিত ছিলেন না, বরং একজন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন।

Related Articles

Back to top button