জামালপুররাজনীতি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরে রক্তদান কর্মসূচি

শাওন মোল্লা, জামালপুর: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই)  দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় রক্তদান কর্মসূচির আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডাক্তার আহম্মদ আলী আকন্দ, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশজন নেতাকর্মী রক্তদান করেন এবং দুই’শ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

Related Articles

Back to top button