বকশীগঞ্জে “জুলাই পুনর্জাগরণে” শপথ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে এক বিশাল “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান হয়েছে।
“জুলাই পুনর্জাগরণ” আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। শত শত মানুষ সরাসরি এবং হাজার হাজার মানুষ ভার্চুয়ালি অংশ নেন, যা কেন্দ্রীয় কর্মসূচির সাথে স্থানীয় জনগণের একাত্মতা প্রমাণ করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। তাঁরা “জুলাই পুনর্জাগরণ” আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানের আবেগিক গুরুত্ব বাড়ায় এবং সকলকে আত্মত্যাগের মহত্ত্ব স্মরণ করিয়ে দেয়। স্থানীয় সুধীজন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।