বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর হামলা
ফিরোজ শাহ: বিদ্যালয়ে যাওয়ার পথে জামালপুর মেলান্দহে উপজেলার রুকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সেলিম উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিন নামের একজনকে আটক করে পুলিশ কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
হামলায় আহত প্রধান শিক্ষক ইসলামপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৭ আগষ্ট) দুপুরে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থী সহ স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান- প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় একজনকে স্থানীয়রা ও শিক্ষার্থীরা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। হামলাকারী রবিন উপজেলার দুরমুঠ ইউনিয়নের দক্ষিন রুকনাই গ্রামের খোকা শেকের ছেলে।
হামলাকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি