জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের গন ছুটি পালন, গ্রাহক সেবা বিপর্যয়
ফিরোজ শাহ, ইসলামপুর: সারাদেশের ন্যায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছে জামালপুর ইসলামপুরে জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এতে অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা।
গন ছুটিতে থাকা কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চললেও সমস্যা সমাধান হচ্ছে না। বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতির মাধ্যমে কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অফিসের মূল ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। ফলে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ করতে এসে ফিরে যান। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ থাকায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার আলী বদ্দিন খান সুজন জানান, ইসলামপুর জোনাল অফিসে কর্মকর্তারা কর্মরত আছেন, কর্মচারীরা গন ছুটিতে আছে।
ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৭৬ হাজার গ্রাহক রয়েছেন। অফিস বন্ধ থাকায় তাদের সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।