দেওয়ানগঞ্জ

চিনি কলের এমডির বদলির দাবিতে বিক্ষোভ মিছিল

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষির ব্যানারে মিলটির অতিথি ভবনের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মিলের এক নম্বর ফটকের সম্মুখ থেকে বের হয়ে জিল বাংলা চিনিকলের অতিথি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক, খরমা তেলীপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক, খড়মা খানপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক খান, ভাটিপাড়া গ্রামের আখচাষি গোলাম মোস্তফা এবং সাবেক কমিশনার রঞ্জু আহমেদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- জিল বাংলা চিনিকলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ, চাষি বিদ্বেষী ব্যক্তি। তিনি চাষীদের আখ চাষে উৎসাহ দেওয়ার বদলে নিরুৎসাহিত করছেন। চাষীদের তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করেন। বিগত সময়ের এমডি গণ আখ চাষ বৃদ্ধির জন্য মাঠে কাজ করলেও তিনি মাঠে কাজ করেন না। এমডি আমিনুল ইসলাম আখ চাষে অন্তরায় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেন বক্তারা।

এ বিষয়ে জানতে চেয়ে জিল বাংলা চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

Related Articles

Back to top button