মাদারগঞ্জে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী গ্রামে জমি দখলের চেষ্টা ও আমগাছ কাটার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলমগীর মন্ডল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে- শনিবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে অভিযুক্তরা আলমগীর মন্ডল ও তার ভাই নুর আলমের ক্রয়কৃত জমিতে আমবাগানে প্রবেশ করে প্রায় ৬টি আমগাছ কেটে ফেলে। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযোগে অভিযুক্তরা হলেন- মোঃ জাহাঙ্গীর আপন (৩৫), পহেলা বেগম (২৫), মোঃ আব্বাস আলী (৩০), মোছাঃ ঝলমলি (২৫) ও মোঃ আরিফ মিয়া (২০) সহ আরও কয়েকজন।
এ সময় স্থানীয় কয়েকজন স্বাক্ষী ডাকচিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
আলমগীর মন্ডল অভিযোগে আরও বলেন, সুখনগরী মৌজার, খতিয়ান নং১৬৭৩ দাগনং ১৪৯২
“আমি ও আমার ভাই নুর আলম ২৫ বছর আগে এই জমি ক্রয় করি এবং তখন থেকেই ভোগদখল করে আসছি। কিন্তু দীর্ঘদিন ধরে তারা দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়, বারবার আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। আজ গাছ কেটে নিল, কাল আমাদের প্রাণনাশ করতে পারে।”
অভিযোগকারী আরও জানান, প্রতিপক্ষরা প্রকাশ্যে হুমকি দিয়েছে—“যে করেই হোক ওই জমি দখল করবে, প্রয়োজনে খুন করে লাশ গুম করে ফেলবে।”
এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আলমগীর এর অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত দাবি করেছেন অভিযুক্তরা।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাইফু্ল্লাহ সাইফ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।