জামালপুরপ্রধান খবর

নরুন্দি রেলস্টেশনে টয়লেট থাকায় পরেও যাত্রীদের চরম ভোগান্তি

মোঃ জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুর জেলার নরুন্দি রেলস্টেশনে টয়লেটের ব্যবস্থা না থাকায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ট্রেনযাত্রীরা। দীর্ঘ সময় ধরে স্টেশনে অবস্থান করলেও যাত্রীদের জন্য কোনো প্রকার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নেই। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়রা জানান- প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু দুইটি টয়লেট থাকার পরও ব্যবহারের উপযোগী নয়। তাই অনেক সময় যাত্রীদের চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি যাত্রীদের ভোগান্তি যেন দিন দিন বেড়েই চলছে।

ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন-“রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ভাড়া তো নিচ্ছে, কিন্তু ন্যূনতম সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে না। অন্তত নির্মাণ টয়লেটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করার এখন সময়ের দাবি।”

অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও জানান- টয়লেট সমস্যা থাকাই স্টেশনের আশপাশের বাড়িতে যেতে হয় মহিলাদের । একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে যাত্রীসেবার এমন ঘাটতি রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিরই প্রমাণ। অবিলম্বে নরুন্দি রেলস্টেশনে টয়লেটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তুলবেন ও যাত্রীসেবার মান উন্নত করতে রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এসব বিষয়ে স্টেশন মাস্টার মোঃ মাহমুদুল হক জানান- টয়লেটের হাউসিং পাইপ লিক করে সকল ময়লা বাইর হয়ে দুর্গন্ধ ছড়াই। পাশে মসজিদে নামাজ পড়তে পারে না মুসল্লিরা৷ বর্তমানে টয়লেটি বন্ধ আছে।

Related Articles

Back to top button