জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
শাওন মোল্লা, জামালপুর: জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুস সাকিব বলেন- সড়ক অবরোধের খবরে দ্রুত সেখানে টিম পাঠাই। সেই আসামিকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর আন্দোলনকারীরা নিজেরাই সড়ক ছেড়ে চলে গেছে।