প্রধান খবরবকশীগঞ্জ

শত দুয়ার ঘুরার পর জায়গা পেলো ইউএনও’র কাছে

মতিন রহমান, বকশীগঞ্জ: জমালপুরের বকশীগঞ্জে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন নারী ফিরুজা (৩৫) এবং তাঁর দুই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।

সোমবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর গ্রামে ফিরুজার কুঁড়েঘর পরিদর্শনের সময় ইউএনও এই ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার প্রদান করেন।

জানা যায়, ফিরুজা তাঁর ছোট ছেলে ফেরদৌস (৪)-কে নিয়ে বকশীগঞ্জ বাজারে ভিক্ষা করতেন। সম্প্রতি একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ইউএনও শাহ জহুরুল হোসেনের নজরে আসে। পোস্টটি দেখার পরপরই তিনি দ্রুত ওই নারীর খোঁজ নিতে পদক্ষেপ নেন।

আজ সকালে ইউএনও তাঁর বাড়ির ঠিকানা বের করে ফিরুজার ভাঙা কুঁড়ে ঘরে উপস্থিত হন। তবে তিনি ভিক্ষা করতে বের হওয়ায় সে সময় তাঁকে পাওয়া যায়নি। সেখানে ইউএনও তাঁর মেয়ে গোলাপী (১১)-এর সঙ্গে কথা বলেন। জানা যায়, গোলাপী দূর সম্পর্কের মামার ঘরে থাকেন, আর ফিরুজা তাঁর ছেলে ফেরদৌসকে নিয়ে এই ভাঙা ঘরটিতে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় থাকেন।

ইউএনও’র পরিদর্শন শেষে, পরবর্তীতে ফিরুজা বাড়িতে ফিরে এলে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই ইউএনও ফিরুজা এবং তাঁর সন্তানদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন-“একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে ওই নারীর (ফিরুজা) বিষয়টি আমাদের নজরে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত মানসিক ভারসাম্যহীন নারী এবং তাঁর দুই সন্তানের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন-‘ফিরুজা, তাঁর কন্যা (গোলাপী) ও ছেলে (ফেরদৌস)-এর খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য দ্রুত সকল প্রকার সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’

Related Articles

Back to top button