দেওয়ানগঞ্জ

ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাবা হাসমত আলী।

রোববার ৯ (নভেম্বর) সকালে উপজেলার তারাটিয়া বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বাবা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলী বলেন-‘প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর গত তিন মাস আগে আমি পাশ্ববর্তী রাজিবপুর উপজেলার আব্দুল কুদ্দুস এর মেয়ে নাছিমা আক্তার কে দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় বিয়ের পর থেকে আমার প্রথম পক্ষের বড় ছেলে আরিফুল ইসলাম ও ভাতিজা ফজলু আমার ওপর ক্ষুব্ধ হয়। দুই মাস আগে আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল ও আমার ভাতিজা ফজলু আমাকে মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে সাতদিন ভর্তি ছিলাম। তখন এ বিষয়ে থানায় মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যান। সম্প্রতি ওই মামলায় আমার ছেলে জেল থেকে জামিনে বেরিয়ে আমার বাড়ি, ঘর দোকান ও সম্পদ দখল করে নিয়েছে। এমনকি বাড়িতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ফুফুর বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তাসহ, আমার বাড়িঘর, দোকান, সম্পত্তি উদ্ধারে সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমার ছেলে ও ভাতিজার বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছেলে আরিফুল ও ভাতিজা ফজলুরের ফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button