জামালপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে চিনাডুলী ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ চিনাডুলীর বিভিন্ন গ্রাম থেকে হাজারো নারী ভোটার অংশ নেন।
এ সময় বক্তারা বলেন- জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত ইসলামপুরে তেমন একটা যাননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি। সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলার কারণে ফলে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা।
অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে ইসলামপুর-উলিয়া সড়কের আমতলী বাজারে অবস্থান নেয় তারা। এতে আধা ঘন্টার মতো বন্ধ থাকে যান চলাচল।




