মেলান্দহ

সমস্যার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করলে দ্রুত ব্যবস্থা নিবে প্রশাসন: ইউএনও জিন্নাতুল

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা বলেছেন, কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়, সমস্যার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করলে প্রশাসন দ্রুতই ব্যবস্থা নিবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও জিন্নাতুল আরা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের চোখ- কান। সঠিক তথ্য, যথাযথ যাচাই-বাছাই করে উপস্থাপন করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। উন্নয়নের গতিশীলতায় বস্তুনিষ্ঠ সংবাদ খুবই গুরুত্বপূর্ণ।

এসময় মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক রমজান, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ ইমরান মাহমুদ, রকিব হাসান নয়ন, ইমরান মাহমুদ, রোমান আহমেদ, মমিনুল ইসলাম, মাজাহরুল ইসলাম, মুত্তাছিম বিল্লাহ, দিলরুবা ইয়াসমিন রুমা, শেখ ফরিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিকরা ইউএনও জিন্নাতুল আরা’র আগমনকে স্বাগত জানিয়ে বলেন, আপনি নতুন দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করব, আর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে জনগণের আস্থা আরও বাড়বে। বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদই জনগণের সমস্যা সমাধান দ্রুত নিশ্চিত করতে সাহায্য করে। প্রশাসনের সহযোগিতা থাকলে তথ্যপ্রবাহ আরও শক্তিশালী হয় এবং উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে যায়।

Related Articles

Back to top button