সারাদেশ

শেরপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লিখন মিয়া

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া।

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপের ১২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ ও নতুন মুখের প্রাধান্য লক্ষণীয়। তালিকা অনুযায়ী, শেরপুর-১ (শেরপুর সদর) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই লিখন মিয়া তরুণদের সংগঠিত করে সামনে থেকে আন্দোলন পরিচালনা করেন। বর্তমানে তিনি এনসিপির শেরপুর জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

Related Articles

Back to top button