মাদারগঞ্জ

কৃষক লীগের দুই নেতার বিএনপিতে যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড় এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন-মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ভিক্কু এবং শহর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন। তারা উভয়েই বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
কৃষক লীগের এই দুই নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বালিজুড়ী বাজার এলাকায় ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আবুল হোসেন ও মোশারফ হোসেন নব্বইয়ের দশক থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলীয় দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপিতে ফিরে এসেছেন। সে কারণেই তাদের স্বাগত জানানো হয়েছে।”
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ত্যাগী বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন- “গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে এবং আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরই এখন দলে টেনে নেওয়া হচ্ছে। এটি শহীদ জিয়ার আদর্শের চরম পরিপন্থী এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত নেতা-কর্মীদের জন্য অপমানজনক।”

Related Articles

Back to top button