
এম আর সাইফুল,মাদারগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে স্বতন্ত্র ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নিকট হতে ফায়েজুল ইসলাম লাঞ্জু নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে তার স্ত্রী সোনিয়া ইসলামের পক্ষে বিএনপির কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়েজুল ইসলাম লাঞ্জু।
তিনি বলেন, জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। সে কারণেই তিনি ও তার স্ত্রী দুজনের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তিনি দাবি করেন, ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি নির্বাচনে প্রথম বা দ্বিতীয় হতে পারবেন না; সর্বোচ্চ তৃতীয় হতে পারেন। তার ভাষ্যমতে, মাদারগঞ্জ ও মেলান্দহের জনগণ ওই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে।
এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল আক্তার বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল উপস্থিত ছিলেন।
এদিকে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নিকট হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া সাংবাদিকদের বলেন- ‘ইতোমধ্যে আপনারা অবগত আছেন, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই তিনটি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করেছে। ওই জোটের পক্ষ থেকে আমাকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তাই মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি।’
এ সময় জামালপুর পৌর এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আহাম্মদ আলী, জেলা যুব পার্টির সদস্য সচিব টিপু, মাদারগঞ্জ উপজেলা যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মো. রেজওয়ান, ৩নং গুনারীতল ইউনিয়ন এবি পার্টির সদস্য সচিব মোজাম্মেল হক ধলা উপস্থিত ছিলেন।




