খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই আয়োজন করা হয়।
‘আপোষহীন নেত্রী, মাদার অব ডেমোক্রেসি’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। শোক সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদিকুর রহমান।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমা ও সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রজ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




