স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার এক বছরের জন্য ৫৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিমুল ইহসান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আহাদ হোসেনকে।
নতুন কমিটির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন,জাতীয় ছাত্রশক্তির আদর্শকে ধারণ করে জামালপুর জেলার ছাত্রসমাজকে সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন- ২৪ আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। সেই প্রত্যাশা থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায্য দাবি আদায়ে জাতীয় ছাত্রশক্তি আপসহীনভাবে কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, সংগঠিত ছাত্রসমাজই আগামীর একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সদস্য সচিব আহাদ হোসেন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে আরও গতিশীল করতে এবং মাঠপর্যায়ে ছাত্রদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে জামালপুর জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।।




